DRDO | 'স্টার ওয়ারস' সিনেমার আদলে 'লেজার অস্ত্র' তৈরী ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র!
Sunday, April 13 2025, 3:02 pm
Key Highlightsশত্রু রাষ্ট্রের যুদ্ধবিমান থেকে গুপ্তচর ড্রোন, যে কোনও কিছু নিমিষে ধ্বংস করে দিতে পারে DRDOর তৈরি এই লেজ়ার অস্ত্র। যা ইতিমধ্যেই পরিক্ষণের কাজ শেষ করেছে তারা।
জর্জ লুকাসের বিখ্যাত সিরিজ 'স্টার ওয়ারস' (Star Wars)এ যোদ্ধারা একধরণের অত্যাধুনিক শক্তিশালী তরোয়াল ব্যাবহার করতো যা থেকে প্রতি নিয়ত আলোক রশ্মি বেরোতো। এবার কল্পনার দুনিয়াকে বাস্তবের মাটিতে নামালো ভারতীয় প্রতিরক্ষা সংস্থা DRDO। রবিবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে DRDOর এক গবেষকদল ৩০ কিলোওয়াটের লেজ়ার অস্ত্রের ট্রায়াল রানে সফল হয়েছেন। সম্পূর্ণ এদেশীয় পদ্ধতিতে তৈরি এই নতুন MK II(A) DEW সিস্টেমটি শত্রু রাষ্ট্রের যুদ্ধবিমান থেকে গুপ্তচর ড্রোন, যে কোনও কিছু নিমেষে ধ্বংস করে দিতে পারে।

