Indian Defence | মহাকাশ থেকে শত্রুপক্ষের কর্মকাণ্ডের ওপর নজর রাখবে ISRO! পাঠানো হবে ৫২টি সামরিক স্যাটেলাইট!
Monday, June 30 2025, 4:04 pm

মহাকাশে ৫২টি সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার।
এবার শত্রুপক্ষের কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি চালাবে ইসরো। জানা গিয়েছে, মহাকাশে ৫২টি সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের জন্য খরচ হবে ২৬,৯৬৮ কোটি টাকা। ২০২৬ সালের এপ্রিল মাস নাগাদ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এরপর ২০২৯ সালের মধ্যে ৫২টি স্যাটেলাইট পৃথিবীর লো অরবিটে স্থাপন করা হবে। জানা গিয়েছে, ৫২টি স্যাটেলাইটের মধ্যে ২১টি তৈরি করবে ইসরো। বাকি ৩১টি স্যাটেলাইট তৈরির বরাত দেওয়া হয়েছে তিনটি বেসরকারি সংস্থাকে।
- Related topics -
- দেশ
- ভারত
- ইসরো
- মহাকাশ
- প্রতিরক্ষা