IND vs ENG | এজবাস্টনে ৩৩৬ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী জয় গিলের 'নতুন' ভারতীয় ক্রিকেট দলের!

Monday, July 7 2025, 3:45 am
highlightKey Highlights

বার্মিংহামের এজবাস্টনে ৩৩৬ রানে ইংল্যান্ড হারালো শুভমান গিলের 'নতুন' ইন্ডিয়ান ক্রিকেট দল।


বার্মিংহামের এজবাস্টনে ৩৩৬ রানে ইংল্যান্ড হারালো শুভমান গিলের 'নতুন' ইন্ডিয়ান ক্রিকেট দল। বোলারদের পাশাপাশি এই ম্যাচটা প্রধানত ছিল ব্যাটারদের। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে গিল করেন ১৬১ রান। তাঁকে সঙ্গত দেন কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা। ভারত প্রথম ইনিংসে ব্যাট করে তোলে ৫৮৭ রান। যশস্বী জয়সোয়াল করেন ৮৭, গিল ২৬৯ ও রবীন্দ্র জাডেজা ৮৯ রান করেন।ইংল্যান্ড ব্যাট করতে নেমে করে ৪০৭ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ৪২৭ রান করে। তবে শেষদিনের ৯০ ওভারের মধ্যে ৬৮.১ ওভারেই শেষ হয় ব্রিটিশদের ইনিংস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File