Farokh Engineer | ল্যাঙ্কাশায়ারে বিশেষ সন্মান পেলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ফারুক ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার-লয়েডের নামে স্ট্যান্ড উদ্বোধন পুরোনো দলের

ফারুক ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েড, দুই কিংবদন্তি ক্রিকেটারকে অনন্য সম্মান দিল তাঁদের প্রাক্তন কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার।
এবার অনন্য সন্মান পেলেন দুই কিংবদন্তি ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েড। বুধবার ম্যাঞ্চেস্টারে তাঁদের নামে স্ট্যান্ড উদ্বোধন করলো তাঁদের প্রাক্তন কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার। ফারুক ইঞ্জিনিয়ার ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে ১৭৫টি ম্যাচে ৫,৯৪২ রান করেছেন। নিয়েছেন ৪২৯টি ক্যাচ। তাঁর আগমনে ১৫ বছরের শিরোপাহীন থাকার পর ৪ বার জিলেট কাপ জেতে ল্যাঙ্কাশায়ার। দু’বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্লাইভ লয়েড প্রায় দুই দশক খেলেছেন ল্যাঙ্কাশায়ারে।
- Related topics -
- খেলাধুলা
- ম্যানচেস্টার সিটি
- ক্রিকেটার
- ক্রিকেট