Gautam Gambhir । বেআইনি সুবিধার জেরে চাকরি খোয়াতে পারেন গুরু 'গম্ভীর'! চরম সিদ্ধান্ত BCCIর

Monday, November 4 2024, 8:10 am
Gautam Gambhir । বেআইনি সুবিধার জেরে চাকরি খোয়াতে পারেন গুরু 'গম্ভীর'! চরম সিদ্ধান্ত BCCIর
highlightKey Highlights

অস্ট্রেলিয়া সফরে ভালো ফলাফল না হলে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরানো হতে পারে গম্ভীরকে, জানালো বিসিসিআই।


পরপর ৫টি ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হারের পর কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে এবার নড়েচড়ে বসছে বিসিসিআই। সূত্রের খবর, বোর্ডের রুলবুকের বাইরে গিয়ে দল নির্বাচনের বৈঠকে গম্ভীরকে বিশেষ পদ দেওয়া হয়েছিল। অতীতে রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড়ের মতো কোচরা কখনও নির্বাচনী বৈঠকে থাকার অধিকার পাননি। বিসিসিআই জানিয়েছে, আগামী দিনে আর নির্বাচনী বৈঠকে থাকছেন না গম্ভীর। বোর্ড সূত্রে খবর, অস্ট্রেলিয়া সফরে ভালো ফলাফল না হলে গম্ভীরকে ছেঁটে ফেলাও হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File