Archery | তীর ছুড়ে সোনা জয় সোনার ছেলে-মেয়েদের! তিরন্দাজিতে বিশ্বমঞ্চে এগিয়ে ভারত
Saturday, May 10 2025, 2:28 pm

শনিবার সাংহাইয়ে বিশ্বকাপের দ্বিতীয় ধাপে সোনা জিতলেন ভারতীয় কম্পাউন্ড তিরন্দাজরা।
শনিবার সাংহাইয়ে বিশ্বকাপের দ্বিতীয় ধাপে ইতিহাস গড়লো ভারতীয় তিরন্দাজরা। পুরুষদের কম্পাউন্ড দল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে হারালো মেক্সিকোকে। অভিষেক ভার্মা, ওজস দেওতালে এবং ঋষভ যাদবদের হাত ধরে স্বর্ণপদক এলো দেশে। মহিলাদের কম্পাউন্ড ফাইনালে প্রতিপক্ষ ছিল সেই মেক্সিকোই। ২২১:২৩৪ ব্যবধানে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, মধুরা ধামানগাঁওকার এবং চিকিথা তানিপার্থি। মিক্সড কম্পাউড দলের হয়ে ব্রোঞ্জ পদক জিতলেন অভিষেক বর্মা এবং মধুরা ধামানগাঁওকার।