আন্তর্জাতিক

তামিলনাড়ুর সমুদ্রতটে ১০০কেজি হেরোইন বাজেয়াপ্ত! পাকিস্তান থেকে পাচার হচ্ছিল শ্রীলঙ্কার নৌকায় করে।

তামিলনাড়ুর সমুদ্রতটে  ১০০কেজি হেরোইন বাজেয়াপ্ত! পাকিস্তান থেকে পাচার হচ্ছিল শ্রীলঙ্কার নৌকায় করে।
Key Highlights

গত ১৭ নভেম্বর থেকে থোত্তুকুড়ির দক্ষিণে সমুদ্রের উপর নজর রাখছিল উপকূলরক্ষী বাহিনী। তখনই ‘শেনায়া দুয়া’ নামে একটি নৌকা নজরে আসে তাদের। উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, আটক হওয়া ব্যক্তিরা জেরায় স্বীকার করেছে পাকিস্তান থেকে এই হেরোইন সমুদ্রপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা। ৯৯ প্যাকেট হেরোইন, ছোট ছোট ২০টি বাক্সে সিন্থেটিক ড্রাগ, ৫টি ৯এমএম পিস্তল এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার হয়েছে নৌকা থেকে। নৌকার ফাঁকা একটি জ্বালানির ট্যাঙ্কে ভরে এই মাদক পাচার করা হচ্ছিল বলে উপকূলরক্ষী বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন।পাকিস্তানের কোন জায়গা থেকে এই মাদক পাচার হচ্ছিল, তা খতিয়ে দেখছেন নারকোটিক্স কন্ট্রোলের আধিকারিকরা।