Lovlina Borgohain | অলিম্পিক থেকে সরানো হলো বিশেষ বিভাগ! বিপাকে ভারতীয় বক্সার লাভলিনা বরগোহাই
Friday, April 11 2025, 2:23 am

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মেয়েদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগ সরিয়ে দিয়েছে। ফলে ভারতীয় বক্সার লাভলিনা বরগোহাইয়ের অলিম্পিকের ভবিষ্যতে প্রশ্ন উঠেছে।
২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের প্রস্তুতি শুরু করেছে বিশ্ব। তার আগেই কপালে ভাঁজ ভারতীয় শিবিরের। সূত্রের খবর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মেয়েদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগ সরিয়ে দিয়েছে। ফলে ভারতীয় বক্সার লাভলিনা বরগোহাইয়ের অলিম্পিকের ভবিষ্যতে প্রশ্ন উঠেছে। লাভলিনা গত অলিম্পিকে ৭৫ কেজি বিভাগে খেলেছিলেন। এখন লাভলিনার কাছে দুটোই পথ খোলা আছে। হয় তাকে অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করতে হবে নয়ত ওজনের বিভাগ বদলে ফেলতে হবে। তাঁর সিদ্ধান্তের দিকে তাকিয়ে ভারতের বক্সিং দুনিয়া।
- Related topics -
- খেলাধুলা
- বক্সিং
- মহিলা বক্সার
- আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি
- অলিম্পিক
- অলিম্পিক্স
- বরিষ্ঠ অলিম্পিক পদকজয়ী