Arshdeep Singh | পাক পেসারকে পেছনে ফেলে আন্তর্জাতিক T-20তে ১০০ উইকেটের রেকর্ড গড়লেন অর্শদীপ সিং!
Saturday, September 20 2025, 3:58 am

দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হলেন ভারতীয় বোলার।
এশিয়া কাপের তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় বোলার অর্শদীপ সিং। ওমানের বিরুদ্ধে একটি উইকেট তুলে দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হলেন এই ক্রীড়া তারকা। এর আগে ৭১ ইনিংসে ১০০ উইকেটের রেকর্ড ঝুলিতে ছিল পাক পেসার হ্যারিস রাউফের। সেই রেকর্ড ভাঙলেন অর্শদীপ। মাত্র ৬৪ ইনিংসে মাইলফলক স্পর্শ করলেন তিনি। উল্লেখ্য, জানুয়ারিতেই ৯৯টি উইকেট তুলে ফেলেছিলেন অর্শদীপ। তারপর আর T20 না হওয়ায় দীর্ঘ অপেক্ষা করতে হলো তাঁকে।