Jammu Kashmir | জম্মু কাশ্মীরের খাদে গড়িয়ে পড়লো ভারতীয় সেনার গাড়ি! মৃত্যু কমপক্ষে ৪ জওয়ানের, আহত ৩

Saturday, January 4 2025, 10:47 am
highlightKey Highlights

জম্মু ও কাশ্মীরের সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ভারতীয় সেনা বাহিনীর ট্রাক চালক।


জম্মু কাশ্মীরের খাদে গড়িয়ে পড়লো ভারতীয় সেনা বাহিনীর ট্রাক! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জওয়ানের। জানা গিয়েছে, আজ, শনিবার ৪ঠা জানুয়ারি জম্মু ও কাশ্মীরের সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ভারতীয় সেনা বাহিনীর ট্রাক চালক। এর পরেই ট্রাকটি রাস্তা লাগোয়া খাদে গড়িয়ে যায়। এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৪ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন সেনাকর্মী। আহতদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, তাঁদের শারীরিক অবস্থা স্থীতিশীল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File