Indian Army | সাতটি উন্নতমানের যুদ্ধজাহাজ সঙ্গে আধুনিক কমব্যাট ভেহিকেল পাচ্ছে ভারতের সেনাবাহিনী
Wednesday, September 4 2024, 4:19 am

সাতটি উন্নতমানের যুদ্ধজাহাজ পাচ্ছে ভারতীয় নৌসেনা। পাশাপাশি টি৭২ ট্যাঙ্কের জায়গায় আধুনিক কমব্যাট ভেহিকেল (FRCV) দেওয়া হবে বলে খবর।
আরও শক্তিশালী হতে চলেছে ভারতের সেনা। সাতটি উন্নতমানের যুদ্ধজাহাজ পাচ্ছে ভারতীয় নৌসেনা। পাশাপাশি টি৭২ ট্যাঙ্কের জায়গায় আধুনিক কমব্যাট ভেহিকেল (FRCV) দেওয়া হবে বলে খবর। উভয় বাহিনীর কাছে ট্যাঙ্ক ও জাহাজ হস্তান্তরের জন্য যে প্রকল্পগুলি চলছে, তার খরচ বরাদ্দ হয়েছে ১,২০,০০০ কোটি টাকা। প্রজেক্ট ১৭ ব্রাভোর অধীনে ৭টি নতুন যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এগুলি এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ।১৭০০টি এফআরসিভি দিয়ে টি৭২ ট্যাঙ্ক প্রতিস্থাপনের প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় সেনা
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।