দেশ

Igla-S Missiles | কাঁধে চাপিয়েই করা যাবে গুলি! যুদ্ধের আবহেই ভারতীয় সেনার হাতে রুশ নির্মিত Igla-S মিসাইল

Igla-S Missiles | কাঁধে চাপিয়েই করা যাবে গুলি! যুদ্ধের আবহেই ভারতীয় সেনার হাতে রুশ নির্মিত Igla-S মিসাইল
Key Highlights

ভারতীয় সেনার হাতে এলো রুশ নির্মিত Very Short Range Air Defence Systems (VSHORADS), যার পোশাকি নাম ইগলা এস মিসাইল (Igla-S missiles)।

পহেলগাঁও হামলার পর দেশ জুড়ে যুদ্ধের আবহ। এই সময়ই ভারতীয় সেনার হাতে এলো রুশ নির্মিত Very Short Range Air Defence Systems (VSHORADS), যার পোশাকি নাম ইগলা এস মিসাইল (Igla-S missiles)। এর জন্য খরচ হয়েছে ২৬০ কোটি টাকা।  জানা গিয়েছে, এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা এটি পোর্টেবল, অর্থাৎ শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। আকাশে কোনও লক্ষ্যবস্তুকে করতে পারে এটি। এই ডিফেন্স মিসাইল সিস্টেম ৮ কিলোমিটার দূরের ও ৪ কিলোমিটার উপরের উড়ন্ত টার্গেটকেও নিখুঁত নিশানায় নিকেশ করতে পারে।