Apache Helicopter | দীর্ঘ ১৫ মাসের অপেক্ষা শেষ, ভারতীয় সেনার হাতে এল ‘উড়ন্ত ট্যাঙ্ক’-অ্যাপাচে কপ্টার!
Tuesday, July 22 2025, 3:23 pm

দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার পর মঙ্গলবার তিনটি অ্যাপাচে কপ্টার নিয়ে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে মার্কিন পরিবহণ বিমান।
অবশেষে ভারতীয় সেনার হাতে এল ‘উড়ন্ত ট্যাঙ্ক’! দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার পর মঙ্গলবার তিনটি অ্যাপাচে কপ্টার নিয়ে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে মার্কিন পরিবহণ বিমান। বর্তমানে ভারতীয় সেনার অ্যাপাচে কপ্টারের সংখ্যা বেড়ে হল ২৫টি। প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকার চুক্তি মোতাবেক ২০২৪ সালের মে বা জুনেই তিনটি কপ্টার পাওয়ার কথা ছিল। কিন্তু তারিখ পিছিয়ে পিছিয়ে সেই ডেলিভারি হলো আজ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যায়, প্রযুক্তিগত সমস্যার কারণেই দেরি করছে আমেরিকা।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় সেনা