Terrorist Encounter | ‘জৈশ-ই-মহম্মদ’-র আরও ৩ জঙ্গিকে নিকেশ করলো সেনা! এখনও খোঁজ চলছে ৮ জঙ্গির!

Thursday, May 15 2025, 5:54 am
highlightKey Highlights

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ট্রাল এলাকার নাদির গ্রামে ওই ৩ জঙ্গিকে এনকাউন্টার করে সেনা।


অপারেশন কিল্লারের মাধ্যমে ৩ কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে ভারতের সেনা। এবার জৈশ ই মহম্মদের সঙ্গে যুক্ত তিনজনকে খতম করল সেনাবাহিনী। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ট্রাল এলাকার নাদির গ্রামে ওই ৩ জঙ্গিকে এনকাউন্টার করে সেনা। কেন্দ্রীয় গোয়েন্দাদের এক সূত্রের দাবি, পহেলগাঁও হামলার পরে লস্করের ১৪ জঙ্গি জম্মু কাশ্মীরে সক্রিয় ছিল। তার মধ্যে এখনও পর্যন্ত ৬ জঙ্গি সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে। এখনও চিরুনি তল্লাশি চলছে ৮ জঙ্গির খোঁজে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File