Pahalgam Attack | অ্যাকশন মোডে ভারতীয় সেনা, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো চার জঙ্গির বাড়ি!
Saturday, April 26 2025, 6:31 am
Key Highlightsআদিল গুরে ও আসিফ শেখের বাড়ি শুক্রবারই গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। এরপরও থামেনি ভারতীয় সেনা, আরও দুই সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রত্যাঘাত দিতে তৎপর ভারত সরকার। ২২ এপ্রিলের জঙ্গি হানায় যে চারজন জঙ্গি যুক্ত ছিল, তার মধ্যে দুইজন কাশ্মীরেরই বাসিন্দা। সেই আদিল গুরে ও আসিফ শেখের বাড়ি শুক্রবারই গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। এরপরও থামেনি ভারতীয় সেনা, আরও দুই সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। সূত্রে খবর, ৩-৪ বছর ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা সোপিয়ানের চোটিপোরায় লস্কর জঙ্গি শাহিদ আহমেদ কুট্টের ও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আহসান উল হকের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর।
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- জঙ্গি
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গিগোষ্ঠী
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী

