বাইডেন প্রশাসনে ফের ভারতীয় বংশোদ্ভুত! মন্ত্রিসভায় অরুণ মজুমদারের পর স্থান পেল মালা আদিজা।
Saturday, November 21 2020, 12:41 pm
Key Highlights
শুক্রবার ভারত-মার্কিন বংশোদ্ভূত মালা আডিগাকে হবু ‘ফার্স্ট লেডি’, অর্থাৎ জিল বাইডেনের নীতি নির্ধারকের পদে বসান হল। দক্ষিণ এশিয়ায় শিকড় আছে, এমন মানুষেরা বাইডেনের প্রশাসনে বিশেষ গুরুত্ব পেতে চলেছেন, সেটা আগাগোড়াই বোঝা গিয়েছিল। ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচন থেকে শুরু করে বাইডেনের মন্ত্রিসভায় স্থান পাওয়া অরুণ মজুমদার, তালিকা দীর্ঘ। এবার সেই তালিকাতেই যুক্ত হলেন মালা। ট। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব মিনেসোটা স্কুল অব পাবলিক হেলথ ও ইউনিভার্সিটি অব শিকাগো ল স্কুলেও। পেশায় আইনজীবী মালা শিকাগোর একটি আইন বিষয়ক সংস্থায় দীর্ঘদিন পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। হোয়াইট হাউজের চার নতুন কর্মীর নাম ঘোষণার সময়েই শুক্রবার মালার নামও ঘোষণা করেন জো বাইডেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- জো বাইডেন
- আমেরিকা
- হোয়াইট হাউস
- মালা আদিজা