IAF Officer Assaulted | বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে মারধরের অভিযোগ! স্কোয়াড্রন লিডার স্ত্রীকেও হেনস্থা!

Monday, April 21 2025, 2:34 pm
IAF Officer Assaulted | বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে মারধরের অভিযোগ! স্কোয়াড্রন লিডার স্ত্রীকেও হেনস্থা!
highlightKey Highlights

অভিযোগ, বেঙ্গালুরুর রাস্তায় ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার আদিত্য বোসকে মারধর করে এক অজ্ঞাতপরিচয় বাইক চালক।


দেশের মাটিতে মারধর করা হলো ভারতীয় বায়ুসেনার অফিসারকে! অভিযোগ, বেঙ্গালুরুর রাস্তায় ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার আদিত্য বোসকে মারধর করে এক অজ্ঞাতপরিচয় বাইক চালক। এমনকি তাঁর স্ত্রী, বায়ুসেনার স্কোয়াড্রন লিডার মধুমিতা বোসকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সোশ্যাল মাধ্যমে ভিডিও করে অফিসার বোস অভিযোগ করেন, স্ত্রীর সঙ্গে বিমানবন্দরের দিকে যাওয়ার সময়, পিছন থেকে একজন বাইক চালক এসে হঠাৎ গাড়ির রাস্তা আটকে দাঁড়িয়ে গালিগালাজ শুরু করে। এরপর অফিসার বোস গাড়ি থেকে নামলে বাইক চালক গাড়ির চাবি দিয়ে কপালে আঘাত করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File