প্রতিরক্ষা‘চিনের সঙ্গে পাল্লা দিতে তৈরি আছে বায়ুসেনা’ জানাল সদ্য দায়িত্বপ্রাপ্ত বায়ুসেনা প্রধান
পাকিস্তান ও চিন, এই দুই প্রতিবেশীর কথা মাথায় রেখে সামরিক বিশেষজ্ঞেরা বায়ুসেনায় অন্তত ৪২ স্কোয়াড্রন বিমান থাকা প্রয়োজন বলে মনে করেছেন।কিন্তু সদ্য দায়িত্বপ্রাপ্ত বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধরি এপ্রসঙ্গে জানিয়ে দিলেন আগামী এক দশকে ভারতের হাতে খুব বেশি হলে ৩৫ স্কোয়াড্রনের বেশি বিমান থাকবে না বলে। একই সঙ্গে বিবেক রাম চৌধরি দাবি করেন, “চিনের বিমানবাহিনী সীমান্তবর্তী এলাকায় তৎপরতা বাড়ালও তাদের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত রয়েছে বায়ুসেনা।”