Astra Mark 1 Missiles । দেশীয় প্রযুক্তিতে ২০০ অ্যাস্ট্রা মার্ক ১ এয়ার টু এয়ার মিসাইল তৈরির ছাড়পত্র দিল ভারতীয় বায়ুসেনা

Tuesday, August 6 2024, 1:53 pm
highlightKey Highlights

দেশীয় প্রযুক্তিতে মিসাইল তৈরির বিষয়টিতে গতি আনতে ভারতীয় বায়ুসেনা এবার পাবলিক সেক্টর ফার্ম ভারত ডায়নামিক্স লিমিটেডকে ২০০ অ্যাস্ট্রা মার্ক ১ এয়ার টু এয়ার মিসাইল তৈরির ছাড়পত্র দিল।


দেশীয় প্রযুক্তিতে মিসাইল তৈরির বিষয়টিতে গতি আনতে ভারতীয় বায়ুসেনা এবার পাবলিক সেক্টর ফার্ম ভারত ডায়নামিক্স লিমিটেডকে ২০০ অ্যাস্ট্রা মার্ক ১ এয়ার টু এয়ার মিসাইল তৈরির ছাড়পত্র দিল। এই অ্যাস্ট্রা মার্ক মিসাইল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি করেছে। সহযোগিতা করেছিল বিডিএল। ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেপুটি চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিডিএলকে এই উৎপাদন করার ব্যাপারে সবুজ সংকেত দেন। এটা প্রায় ২৯০০ কোটি টাকারও বেশি প্রজেক্ট।সমস্ত রকম পরীক্ষার পরে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File