Aircraft Crash | ইঞ্জিন বিকল, প্রয়াগরাজে দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার বিমান! কোনোমতে প্রাণে বাঁচলেন চালক
Wednesday, January 21 2026, 3:06 pm

Key Highlightsপ্রয়াগরাজের রামবাগ এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে।
বুধবার দুপরে প্রয়াগরাজে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো ভারতীয় বায়ুসেনার একটি ছোট বিমান। এদিন বেলার দিকে প্রয়াগরাজের রামবাগ এলাকায় পাখিদের গতিবিধি দেখার জন্য ভারতীয় বিমানবাহিনীর বারমৌলি স্টেশন থেকে রওনা হয়েছিল এই বিমানটি। সাড়ে ১২টা নাগাদ আচমকা ইঞ্জিন বিকল হয়ে যায়। দ্রুতগতিতে নীচের দিকে নামতে থাকে বিমানটি। এই বিমানটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ আগারওয়াল এবং গ্রুপ ক্যাপ্টেন সুনীল কুমার পান্ডে। দুর্ঘটনার অভিঘাত বুঝতে পেরে দুই পাইলটই প্যারাশুটে করে নিরাপদে নেমে আসেন বলে জানা গিয়েছে।
- Related topics -
- দেশ
- উত্তরপ্রদেশ সরকার
- প্রয়াগরাজ
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- ভারতীয় বিমানবাহিনী
- বিমান চালক
- বিমান স্ট্রাক


