অলিম্পিকের প্রি কোয়ার্টারে জেনিফার মুচিনো ফার্নান্ডেজকে পরাস্ত করে জয়ী ভারতের দীপিকা কুমারী

Wednesday, July 28 2021, 1:41 pm
অলিম্পিকের প্রি কোয়ার্টারে জেনিফার মুচিনো ফার্নান্ডেজকে পরাস্ত করে জয়ী ভারতের দীপিকা কুমারী
highlightKey Highlights

একের পর এক ব্যর্থতার পর টোকিয়ো অলিম্পিকে জয়লাভ করে ফের খানিক আশার আলো দেখল ভারত। শেষ ১৬-র লড়াইয়ে বুধবার ৬-৪ ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার মুচিনো ফার্নান্ডেজকে পরাস্ত করে জয় লাভ করেন ভারতের দীপিকা কুমারী। এই ম্যাচের ফলাফল হলো ২৫-২৬, ২৮-২৫, ২৭-২৫, ২৪-২৫ এবং ২৬-২৫। অন্যদিকে দীপিকা কুমারী মহিলাদের একক তিরন্দাজি বিভাগে শেষ ৩২-র চৌকাঠ স্পর্শ করেছিলেন । ৬-০ ব্যবধানে ভুটানের কার্মাকেও পরাস্ত করেন তিনি। ম্যাচের ফলাফল হয় ২৬-২৩, ২৬-২৩, ২৭-২৪।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File