Women's Under 19 T20 | ''ট্রমাটিক ম্যাচের ড্রামাটিক এন্ডিং!'' ভারতের অনূর্ধ্ব১৯ মহিলা দলের মাথায় উঠলো বিশ্বচ্যাম্পিয়ন খেতাব

Sunday, February 2 2025, 3:09 pm
highlightKey Highlights

অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে জয় পেলো ভারত কন্যারা। এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করলো তাঁরা।


অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে জয় পেলো ভারত কন্যারা। এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করলো তাঁরা। খেলা হচ্ছিলো কুয়ালা লামপুরে। টসে জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। তবে বিধি বাম। ভারতীয় উইকেটশিকারী শবনম,পারুনিকা, আয়ুশী, তৃষার দুরন্ত বোলিংয়ে মাত্র ৮২ রানেই থামতে হয় তাঁদের। অন্যদিকে কমলিনী, তৃষা, সানিকার ঝোড়ো ব্যাটিংয়ে কুপোকাত হলো সাউথ আফ্রিকা। ৯ উইকেটে ম্যাচ জিতলো ভারতের ছোটরা। রোহিতদের পথে হেঁটে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File