খেলাধুলা

World Para Athletics | বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে রেকর্ড গড়লো ভারত! শেষ দিনেও এলো রূপো!

World Para Athletics | বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে রেকর্ড গড়লো ভারত! শেষ দিনেও এলো রূপো!
Key Highlights

প্রথমবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হলো বিশ্ব প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। আর সেখানেই নজির গড়লো ভারত!

এই প্রথমবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হলো বিশ্ব প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। আর সেখানেই নজির গড়লো ভারত! প্রতিযোগিতার শেষ দিন ৪৫.৪৬ মিটার জ্যাভলীন ছুঁড়ে রুপো জিতলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিং। টি১২ বিভাগে ২০০ মিটার দৌড়ে রুপো পান সিমরান। অন্যদিকে, টি৩৫ বিভাগে ১০০ মিটার দৌড়ে রুপো জেতেন প্রীতি পাল। টি৪৪ বিভাগের ২০০ মিটারে ব্রোঞ্জ জয় করেন সন্দীপের। সব মিলিয়ে ভারতের ঝুলিতে এলো রেকর্ড ২২টি মেডেল। এর আগে প্যারা অ্যাথলেটিকসে এত পদক পায়নি দেশ। যদিও তালিকায় দশম স্থান পেয়েছে ভারত।