খেলাধুলা

IND vs NZ | 'ট্রমাটিক ম্যাচের ড্রামাটিক এন্ডিং', রাহুল-রোহিত ম্যাজিকে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিলো ভারত

IND vs NZ | 'ট্রমাটিক ম্যাচের ড্রামাটিক এন্ডিং', রাহুল-রোহিত ম্যাজিকে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিলো ভারত
Key Highlights

২৫ বছর আগের বদলা নিল সৌরভেরই নিয়োগ করা ক্যাপ্টেন রোহিত শর্মার টিম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ওভার বাকি থাকতেই ৪ উইকেটে জয় ভারতের।

২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবারে সৌরভ গাঙ্গুলিদের টিমকে নাস্তানাবুদ করেছিল তাঁরা। এবার ২০২৫এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২৫ বছর আগের বদলা নিল সৌরভেরই নিয়োগ করা ভারতীয় টিম। প্রথমে খেলতে নেমে কিউয়িরা করেছিল ২৫১। দলকে ম্যাচ জেতার দোরগোড়ায় নিয়ে গেলেন 'অপরাজেয় ক্যাপ্টেন' রোহিত শর্মা। অক্ষর, রাহুল, পান্ডিয়া, জাডেজা, ছোট জুটি গড়ে আজ ম্যাচ জেতালো পুরো দল। রাহুল ও জাডেজা যুগলবন্দিতে জাডেজার ব্যাটে বাউন্ডারিতে উইনিং রান পেলো ভারত।