Para Powerlifting | সোনা-রুপো-সহ ৪টি পদক জিতে শুরু, প্যারা পাওয়ারলিফটিংয়ে দাপুটে পারফর্ম ভারতের!

Tuesday, June 24 2025, 11:52 am
Para Powerlifting | সোনা-রুপো-সহ ৪টি পদক জিতে শুরু, প্যারা পাওয়ারলিফটিংয়ে দাপুটে পারফর্ম ভারতের!
highlightKey Highlights

প্যারা পাওয়ারলিফটিং বিশ্বকাপের প্রথমদিনেই চারটে পদক জিতল ভারত। যার মধ্যে রয়েছে একটি করে সোনা ও রুপো এবং দুটো ব্রোঞ্জ!


প্যারা পাওয়ারলিফটিং বিশ্বকাপের প্রথমদিনেই চারটে পদক জিতল ভারত। যার মধ্যে রয়েছে একটি করে সোনা ও রুপো এবং দুটো ব্রোঞ্জ! পুরুষদের এলিট ৫৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুলফাম আপমেহ। ছেলেদের ৭২ কেজি বিভাগে রামুভাই বামভাবা ব্রোঞ্জ যেতেন। অভিজ্ঞ প্যারা পাওয়ারলিফটার জবি ম্যাথিউস জোড়া পদক জেতেন। উল্লেখ্য, ২০২৬ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ২০২৮ সালের প্যারিলিম্পিক গেমে প্রবেশের জন্য এই বিশ্বকাপটা গুরুত্বপূর্ণ অ্যাথলিটদের কাছে। এবারের প্যারা পাওয়ারলিফটিং বিশ্বকাপে অংশগ্রহণ করেছে ৪০টিরও বেশি দেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File