দেশ

Anti Terror Outreach | বিশ্বমঞ্চে পাকিস্তানের 'মুখোশ' খুলতে ৩৩টি দেশে প্রতিনিধিদল পাঠাবে ভারত!

Anti Terror Outreach | বিশ্বমঞ্চে পাকিস্তানের 'মুখোশ' খুলতে ৩৩টি দেশে প্রতিনিধিদল পাঠাবে ভারত!
Key Highlights

গোটা বিশ্বে পাকিস্তানের 'মুখোশ' খুলতে ৩৩টি দেশে প্রতিনিধিদল পাঠাবে ভারত! জানা গিয়েছে, ইতিমধ্যে একাধিক প্রতিনিধিদল বিভিন্ন দেশের উদ্দেশে রওনা দিয়েছে।

গোটা বিশ্বে পাকিস্তানের 'মুখোশ' খুলতে ৩৩টি দেশে প্রতিনিধিদল পাঠাবে ভারত! জানা গিয়েছে, ইতিমধ্যে একাধিক প্রতিনিধিদল বিভিন্ন দেশের উদ্দেশে রওনা দিয়েছে। বিদেশমন্ত্রক সূত্রের খবর, আন্তর্জাতিক মহলে গুরুত্বের ভিত্তিতেই এই দেশগুলিকে বেছেছে নয়াদিল্লি। তালিকায় রয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ৫টি দেশ সহ অস্থায়ী ১০ সদস্য দেশেও। মূলত গুরুত্বপূর্ণ কোনও ইস্যুতে যে সব দেশের কথা বিশ্বমঞ্চে গুরুত্ব পায়, সেই সব দেশে প্রতিনিধিদের পাঠানো হচ্ছে। বিভিন্ন দলের মোট ৫১ জন নেতা এই প্রতিনিধিদলগুলিতে আছেন!