Champions Trophy | পাকিস্তানের দাবি মানলো না আইসিসি! চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলবে দুবাইতে
Monday, December 23 2024, 5:56 am
Key Highlights
জানা গিয়েছে, হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলবে দুবাইতে। জানা গিয়েছে, হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে জানা গিয়েছে, আইসিসি চায় ভারত দুবাইয়ে খেলুক। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর আয়োজক পাকিস্তান বোর্ড আবার দুবাইকে ভারত ম্যাচের কেন্দ্র হিসেবে চাইছিল না। তাদের দাবি, ভারতের নিরপেক্ষ কেন্দ্র হিসেবে কলম্বোকে নির্বাচন করা হোক! তবে সূত্রের খবর, পাকিস্তানের দাবি মানা হয়নি।