IND vs PAK | 'বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে দেওয়া হবে না পাকিস্তানকে'! এশিয়া কাপ বিতর্ক নিয়ে বক্তব্য ভারতের!

Wednesday, July 30 2025, 8:22 am
IND vs PAK | 'বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে দেওয়া হবে না পাকিস্তানকে'! এশিয়া কাপ বিতর্ক নিয়ে বক্তব্য ভারতের!
highlightKey Highlights

এক সূত্রকে উদ্ধৃত করে একাধিক রিপোর্টের দাবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসলামাবাদকে জিততে দিতে নারাজ ভারত।


আগামী সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। টি টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানও। তবে পহেলগাঁও হামলার পর কেন পাকিস্তানের সঙ্গে খেলতে নামছে টিম ইন্ডিয়া, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবার এক সূত্রকে উদ্ধৃত করে একাধিক রিপোর্টের দাবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসলামাবাদকে জিততে দিতে নারাজ ভারত। রিপোর্টে বলা হয়েছে, ‘বহুপাক্ষিক এই সিরিজে ম্যাচ বয়কট মানে পাকিস্তানের সুবিধা করে দেওয়া। ওয়াকওভার দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে দেওয়া হবে পাকিস্তানকে। সেটা কখনওই কাঙ্খিত নয়।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File