Modi-Trump | আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল-গ্যাস আমদানি করবে ভারত! দেশে আসবে F35 স্টেলথ ফাইটার জেটও!

Friday, February 14 2025, 8:33 am
highlightKey Highlights

প্রত্যাশা মতোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল।


প্রত্যাশা মতোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে, আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত। এই নিয়ে সই হয়েছে চুক্তি। মনে করা হচ্ছে এর ফলে ভারতে তেল এবং গ্যাসের দাম কমতে পারে। শক্তি ও প্রতিরক্ষার খাতেও বড়সড় সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। ট্রাম্প বলেন, “ভারতে আরও বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করবে আমেরিকা। এফ৩৫ স্টেলথ ফাইটার জেটও ভারতকে দেওয়ার চেষ্টা করছি আমরা।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File