প্রতিরক্ষাচিন-পাকিস্তানকে টেক্কা দিতে নতুন রকেট ফোর্স তৈরি করবে ভারত, বললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত
পাকিস্তান ও চিনকে টেক্কা দিতে ভারত নতুন রণনীতি নিতে চলেছে। বুধবার সেনাপ্রধান বিপিন রাওয়াত একটি সভায় জানিয়েছেন, নতুন করে ভারত একটি রকেট ফোর্স তৈরি করার দিকে নজর দিতে চলেছে। ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভারত নানা রকম ব্যবস্থাও নিতে চলেছে। তাঁর দাবি, চিনের আগ্রাসী মনোভাবের সামনে শক্ত প্রতিপক্ষ হিসাবে ভারত নিজেকে প্রতিষ্ঠা করবে। রাওয়াত বলেছেন, ‘‘উত্তর সীমান্তের দিকে তাকালে বোঝা যাবে, চিনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে কিছু সমস্যা রয়েছে। এ দিকে পূর্ব উপকূলেও চিনের নানা হস্তক্ষেপ দেখা গিয়েছে। যে রকম আগ্রাসনই হোক, আমাদের প্রস্তুত থাকতে হবে। ভারতের বায়ুসেনার শক্তি বৃদ্ধি করলেই এই পরিস্থিতির বদল করা সম্ভব।’’