Indian Army । আমেরিকার থেকে ৭৩ হাজার সিগ ৭১৬ জি ২ অ্যাসল্ট রাইফেল কিনবে ভারত

Saturday, August 31 2024, 7:02 am
highlightKey Highlights

ইতিমধ্যেই এই রাইফেল তৈরির বরাদ দেওয়া হয়েছে মার্কিন সংস্থা সিগ সয়্যারকে।


৭৩ হাজার সিগ ৭১৬ জি ২ অ্যাসল্ট রাইফেল কিনতে চলেছে ভারত সরকার। ইতিমধ্যেই এই রাইফেল তৈরির বরাদ দেওয়া হয়েছে মার্কিন সংস্থা সিগ সয়্যারকে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, আমেরিকার থেকে কেনা ১০ হাজার সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেলের মারণ ক্ষমতা দেখে সন্তুষ্ট হয় সরকার। এরপর আরও ১০ হাজার রাইফেল বরাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগে ভারতীয় সেনা ব্যবহার করত ৫.৫৬ মিলিমিটারের ইনসাস রাইফেল। তার পরিবর্তে এবার পদাতিক সেনা ব্যবহার করবে ৭.৬২ মিলিমিটারের সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File