প্রতিরক্ষাসত্যই কি অর্থ সংকট? মহামারীকালে আমেরিকা থেকে রেকর্ড মূল্যের অস্ত্র কিনেছে ভারত।
কয়েক হাজার কোটি টাকার অস্ত্র কিনেছে ভারত। যার বেশিরভাগটাই আবার আমেরিকা থেকে। সম্প্রতি আমেরিকায় ডিফেন্স সিকিওরিটি কোঅপারেশন এজেন্সির তথ্য থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। চলতি বছরে অন্যান্য দেশ আমেরিকার থেকে অস্ত্র আমদানি উল্লেখযোগ্য হারে কমিয়েছে।তখনই একধাক্কায় আমদানি অনেকটাই বাড়িয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের সন্ত্রাস নিয়ে উষ্মা প্রকাশ করলেও ইসলামাবাদকে বিপুল অস্ত্র বেচেছে আমেরিকা। এই ঘটনাকে ট্রাম্প সরকারের দ্বিচারিতা বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ।মার্কিন সামরিক নিরপত্তা সংস্থার তথ্য বলছে, ২০২০ সালে আমেরিকার থেকে ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র কিনেছে ভারত। ভারতীয় অর্থে যার মূল্য ২৫ হাজার কোটিরও বেশি। একধাক্কায় আমেরিকা থেকে অস্ত্র আমদানি এতটা বেড়ে যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে।