26/11 Mumbai Attack । অভিশপ্ত ২৬/১১ মুম্বাই হামলার জঙ্গি ফিরে আসবে ভারতে! আমেরিকার কাছে আর্জি ভারতের
লস অ্যাঞ্জলসের জেলে বন্দি রয়েছে ২৬/১১ এ হামলা চালানো জঙ্গি তাহাউর। প্রত্যর্পণ থেকে বাঁচতে আইনি পদক্ষেপ চেয়েছিলো জেলবন্দি জঙ্গি। যদিও মার্কিন আদালতে কার্যত ভারতের দাবির পাশেই দাঁড়িয়েছে আমেরিকার সরকার।
২৬/১১র মুম্বই হামলার মূল অভিযুক্ত বর্তমানে লস অ্যাঞ্জলসের জেলে বন্দি। তাকে ভারতে ফেরাতে বদ্ধপরিকর হয়েছে ভারত। ভারতের থেকে বাঁচতে আমেরিকার শীর্ষ আদালতে আইনি সাহায্য চেয়েছিলো বন্দি তাহাউর। তার দাবি ছিল, যে অভিযোগে সে ইতিমধ্যেই শাস্তি পেয়েছে, ভারত সেই অভিযোগেই তাকে হাতে পেতে চাইছে। তবে এই দাবি সমর্থন করেনি আমেরিকান সরকার। তাঁদের দাবি ভারত যে সব কারণে তাহাউরকে চাইছে, সেই সব অভিযোগ যথাযুক্ত। এর জেরে কার্যত ভারতের দাবির পক্ষেই সওয়াল করলো আমেরিকা।