INDvsPAK | টসে ফের পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার যাদব!

Sunday, September 21 2025, 2:40 pm
highlightKey Highlights

টসের সময়ে আবারও পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার যাদব।


এশিয়া কাপের সুপার ফোরেও নিজের অবস্থানে অনড় রইলেন সূর্যকুমার যাদব। রবিবার দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচেও নাটকীয় ঘটনা ঘটলো। টসের সময়ে আবারও পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলালেন না ভারত ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ব্লু ক্যাপ্টেন সাফ জানিয়ে দিলেন, আলাদা করে পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছেন না। আর পাঁচটা ম্যাচের মতোই ঠান্ডা রেখে খেলতে হবে, বার্তা ভার‍ত অধিনায়কের। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর গত রোববার প্রথমবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সেদিনও করমর্দন এড়িয়ে যান সূর্যকুমার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File