India-US | আরও কাছে ভারত-USA! জুলাইয়ে দু'দেশের মধ্যে হতে পারে অন্তর্বর্তী চুক্তিস্বাক্ষর!
Thursday, May 22 2025, 6:54 am
Key Highlightsজুলাইয়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো ‘রেসিপ্রোক্যাল ট্যারিফ’ কার্যকর হবে, তখন দু’দেশের দেন:অন্তর্বর্তী চুক্তিস্বাক্ষর হবে।
বাণিজ্যিক চুক্তিতে আরও কাছে এলো ভারত ইউএসএ। জানা গিয়েছে, জুলাইয়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো ‘রেসিপ্রোক্যাল ট্যারিফ’ কার্যকর হবে, তখন দু’দেশের মধ্যে অন্তর্বর্তী চুক্তিস্বাক্ষর হবে। এই চুক্তিতে কারখানায় তৈরি সামগ্রীর বাজার, বেশ কিছু কৃষিজাত পণ্যের বিক্রি এবং পণ্যের গুণমান সংক্রান্ত বিষয় রাখা হতে পারে। প্রসঙ্গত, মঙ্গলবারই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল তাঁর এক্স হ্যান্ডেলে ইউএস বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রাথমিক পর্যায়ের আলোচনা ভালো এগিয়েছে বলে জানিয়েছেন।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ভারত
- আমেরিকা
- চুক্তি স্বাক্ষর

