India-US | অবশেষে একমত দুপক্ষ, আগামী সপ্তাহেই হট পারে ভারত-আমেরিকার চুক্তি!
Monday, June 30 2025, 8:28 am
Key Highlightsঅবশেষে শুল্কযুদ্ধের অবসান, আগামী ৮ জুলাই স্বাক্ষর হতে পারে ভারত ও আমেরিকার।
অবশেষে শুল্কযুদ্ধের অবসান, আগামী ৮ জুলাই স্বাক্ষর হতে পারে ভারত ও আমেরিকার। উল্লেখ্য, তার পরের দিনই ট্রাম্পের ঘোষিত শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে। ২৬ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিক আমেরিকা, এমনটাই চেয়েছিল ভারত। তবে সূত্রের খবর, দুপক্ষই বেশ কিছু পণ্যে কর কমাতে প্রস্তাব দিয়েছে। ভারত থেকে রপ্তানি হওয়া বস্ত্র, গয়না, চর্মজাত জিনিস, প্লাস্টিক, কেমিক্যাল, চিংড়ি, তৈলবীজ, ফল ইত্যাদির উপর মার্কিন কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পালটা ইলেকট্রিক গাড়ি, মদ, ডেয়ারি পণ্যের মতো জিনিসে কর কমাতে বলেছে আমেরিকাও।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- আমেরিকা
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- ভারত

