বাণিজ্য

IND-UK | বাড়বে ভারতের রাসায়নিক রপ্তানির পরিমাণ! সই হবে ইউকের সঙ্গে চুক্তি!

IND-UK | বাড়বে ভারতের রাসায়নিক রপ্তানির পরিমাণ! সই হবে ইউকের সঙ্গে চুক্তি!
Key Highlights

দেশের রাসায়নিক পদার্থের রপ্তানিকারীদের সংগঠন কেমেক্সসিল জানিয়েছে,ভারত এবং ইউকের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারত থেকে রাসায়নিক রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ঘরোয়া উৎপাদন বাড়বে।

বাড়বে ভারতের রাসায়নিক রপ্তানির পরিমাণ। দেশের রাসায়নিক পদার্থের রপ্তানিকারীদের সংগঠন কেমেক্সসিল জানিয়েছে,ভারত এবং ইউকের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারত থেকে রাসায়নিক রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ঘরোয়া উৎপাদন বাড়বে। উল্লেখ্য,বর্তমানে ভারত থেকে ইউকেতে ৫৭০.২ মিলিয়ন ইউএস ডলার অর্থাঙ্কের রাসায়নিক রপ্তানি হয়। যা সারা বিশ্বে ভারতের রাসায়নিক রপ্তানির প্রায় ২ শতাংশ। ফলে আশা করা হচ্ছে, ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে রাসায়নিক রপ্তানির অঙ্ক ৬৫০-৭৫০ মিলিয়ন ইউএস ডলার ছুঁতে পারে।