আন্তর্জাতিক

India-UK FTA | ব্রিটেনের সাথে চুক্তিতে লাভ হলো ভারতের, ৯৯% পণ্যে দিতে হবেনা শুল্ক!

India-UK FTA | ব্রিটেনের সাথে চুক্তিতে লাভ হলো ভারতের, ৯৯% পণ্যে দিতে হবেনা শুল্ক!
Key Highlights

ভারতীয় রফতানির প্রায় ৯৯ শতাংশ কোনও ধরনের কর ছাড়াই প্রবেশ করবে ইউনাইটেড কিংডমে, চুক্তি হয়েছে এমনটাই।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুক্তির পোশাকি নাম ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট’। এই চুক্তির জেরে শ্রম ভিত্তিক খাতে(বয়ন শিল্প, চামড়া শিল্প, জেমস ও জুয়েলারি শিল্প) প্রায় ২৩ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। এবার থেকে ভারতীয় রফতানির প্রায় ৯৯% পণ্য কোনও ধরনের কর ছাড়াই প্রবেশ করবে ইউনাইটেড কিংডমে। ফলে ৯৫% কৃষিপণ্যের উপর এবং ৯৯% সামুদ্রিক পণ্যের ওপর শুল্কমুক্ত রপ্তানি নিশ্চিত হয়েছে।