US Tariff | আমেরিকার শুল্কের তাড়ায় এবার শত্রু পাকিস্তানের 'বন্ধু' তুরস্কের কাছে বস্ত্র-রত্ন বেঁচবে ভারত?
Wednesday, August 27 2025, 5:27 pm
 Key Highlights
Key Highlightsসরকার সূত্রে খবর, একাধিক দেশের বাজারে যেন ভারতীয় পণ্য রপ্তানি করা যায়, সেই রাস্তা খোঁজার চেষ্টা করছে বাণিজ্য মন্ত্রক।
ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে আমেরিকা। বুধবার থেকে এই শুল্ক কার্যকর হয়েছে। এর জেরে ভারতের দেশীয় বাজার ক্ষতির সম্মুখীন হতে চলেছে। সরকার সূত্রে খবর, ইতিমধ্যেই মূলত বস্ত্র এবং রত্ন রপ্তানির জন্য বিকল্প বাজারের খোঁজে নেমেছে বাণিজ্য মন্ত্রক। এই তালিকায় ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ডস, মেক্সিকো, পোল্যান্ড, রাশিয়ার মতো দেশগুলির পাশাপাশি রয়েছে তুরস্কের নামও। উল্লেখ্য, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে অস্ত্রসাহায্য করার অভিযোগ উঠেছিল তুরস্কের বিরুদ্ধে।
-  Related topics - 
- আন্তর্জাতিক
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- নরেন্দ্র মোদি
- তুরস্ক
- আমদানি-রপ্তানি
- শুল্ক
- আমেরিকা
- ভারত

 
 