Indian Footballers | এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে খেলবে ভারত! একনজরে সম্ভাব্য খেলোয়াড় তালিকা
Wednesday, May 7 2025, 4:07 pm

বুধবার ২৮ জনের সম্ভাব্য দল ঘোষণা করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। মোহনবাগানের থেকে রয়েছেন ৮ জন। ইস্টবেঙ্গল থেকে ২ জন।
এশিয়া কাপে ভারতের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা দেখে নিন। গোলরক্ষক: হৃতিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং। ডিফেন্ডার: নওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিংগান, আশিস রাই, শুভাশিস বোস, মেহেতাব সিং, টেকচাম অভিষেক সিং, নিখিল প্রভু। মিডফিল্ডার: সুরেশ সিং, নওরেম মহেশ সিং, আয়ুষ দেব ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেস। ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালরিনজুয়ালা ছাংতে।