Akash Prime Missile | অগ্নি-১ ও পৃথ্বী-২র পর 'আকাশ প্রাইম' মিসাইলের সফল পরীক্ষা করলো ভারত
Friday, July 18 2025, 5:50 pm
Key Highlightsলাদাখে উঁচু পাহাড়ি এলাকায় ‘আকাশ প্রাইম’ মিসাইলের সফল পরীক্ষা হয়ে গেল বুধবার।
অপারেশন সিঁদুরের পর থেকেই দেশীয় প্রযুক্তিতে নির্মিত ডিফেন্স সিস্টেমের দিকে জোর দিচ্ছে ডিআরডিও। ২৪ ঘন্টার মধ্যেই অগ্নি ১, পৃথ্বী ২ এবং আকাশ প্রাইম এই তিন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ভারত। বেজিংয়ের হুমকির কথা মাথায় রেখেই লাদাখে উঁচু পাহাড়ি এলাকায় ‘আকাশ প্রাইম’ মিসাইল টেস্ট করেছে ভারত। এই মিসাইল আসলে আকাশ ওয়েপন সিস্টেমের আপগ্রেডেড ভার্সন। এতে রয়েছে উন্নত ‘রেডিও ফ্রিকোয়েন্সি সিকার’। প্রায় ৪৫০০ মিটার উচ্চতায় যে কোনও টার্গেটকে ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র।
- Related topics -
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- আন্তর্জাতিক প্রতিরক্ষা
- শক্তিশালী মিসাইল
- ক্ষেপণাস্ত্র
- ভারত
- দেশ

