আন্তর্জাতিক

India-Bangladesh Trade | বাংলাদেশের পাট ও পাটের তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করলো নয়াদিল্লি

India-Bangladesh Trade | বাংলাদেশের পাট ও পাটের তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করলো নয়াদিল্লি
Key Highlights

পাটের দড়ি, বস্তা, ব্যাগ ব্লিচ করা ও না করা পাটে বোনা কাপড় ইত্যাদি স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না।

ফের নয়াদিল্লির চলে চাপে ইউনূসের ঢাকা। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা জিডিএফটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, বাংলাদেশের পাট ও পাটের তৈরি পণ্য, পাটের দড়ি, বস্তা, ব্যাগ ব্লিচ করা ও না করা পাটে বোনা কাপড় ইত্যাদি স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। শুধুমাত্র মুম্বইয়ের নভশেবা বন্দরের মাধ্যমে পণ্যগুলো ভারতে ঢোকার অনুমতি পাবে। উল্লেখ্য, গত এপ্রিলেই বাংলাদেশের সঙ্গে ‘ট্রান্সশিপমেন্ট’ অর্থাৎ ভারতীয় বন্দর ব্যবহার করে অন্য দেশকে পণ্য পাঠানো বন্ধ করেছে ভারত।