India Squad | নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো ভারত, দলে নেই ঋতুরাজ-শামি!

Saturday, January 3 2026, 1:17 pm
India Squad | নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো ভারত, দলে নেই ঋতুরাজ-শামি!
highlightKey Highlights

শেষ পর্যন্ত শামিকে বাদ রেখেই ঘোষণা হল নিউজিল্যান্ড সিরিজের দল। তবে সেঞ্চুরির পরেও বাদ গেলেন রুতুরাজ।


শেষ অবধি নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বোর্ড। একনজরে ১৫ স্কোয়াডের ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার*, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং। ভারতীয় দলে প্রত্যাবর্তন হলো না মহম্মদ শামির। দুরন্ত সেঞ্চুরির পরও বাদ গেলেন রুতুরাজ। দলে ফিরলেন সিরাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File