India-South Africa Test | শুক্রবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ, কড়া নিরাপত্তা মহানগরে, যান নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

Wednesday, November 12 2025, 4:05 pm
highlightKey Highlights

ম্যাচের পাঁচ দিনই একই রকম নিরাপত্তা বজায় থাকবে। ম্যাচের আগে ট্রাফিক চলাচল নিয়ে নির্দেশিকাও জারি করেছে কলকাতা পুলিশ।


লালবাজার জানিয়েছে, ম্যাচের দিন অর্থাৎ ১৪ থেকে ১৮ নভেম্বর সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ইডেন-সহ ময়দান এলাকায় সমস্ত রকম পণ্যবাহী যানচলাচল বন্ধ থাকবে। ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণি ১২ ঘন্টা বন্ধ থাকবে। দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগে আসা বাস বা মিনি বাস রাসমণি অ্যাভিনিউ দিয়ে নিয়ে যাওয়া হবে। উত্তর কলকাতা থেকে আসা সমস্ত বাস, মিনিবাস সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন, বিবাদী বাদ, এসএন ব্যানার্জি রোড দিয়ে রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File