India-China | 'অরুণাচল প্রদেশ বলে কিছু নেই!'- এয়ারপোর্টে ভারতীয় তরুণীকে আটক চিনের, পাল্টা ভারতের
Wednesday, November 26 2025, 3:25 am
Key Highlightsবিদেশমন্ত্রকের পক্ষ থেকে দৃঢ় ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চিন তা অস্বীকার করলেও ধ্রুব সত্যিটা বদলে যাবে না৷
সম্প্রতি আমেরিকার বাসিন্দা ভারতীয় নাগরিক পেমা ওয়াংজম থনডক নামে এক মহিলা অভিযোগ করেন চিনের শাংহাই বিমানবন্দরে তাঁকে ১৮ ঘণ্টা আটকে রেখে হয়রানি করা হয়েছে। ওই মহিলার জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশের নাম দেখেই তাঁর ভারতীয় পাসপোর্টকে চিনা অভিবাসন দফতরের অফিসাররা ভুয়ো বলে দাবি করেন বলে অভিযোগ। পাল্টা জবাব দিয়ে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ এটি প্রমাণিত সত্য৷ চিন যতই অস্বীকার করুক না এই তর্কাতীত সত্যটা বদলানো যাবে না৷’
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- চীন
- ভারত-চীন সংঘাত
- বিমানবন্দর
- ভারত
- অরুণাচল প্রদেশ

