আন্তর্জাতিকপিছিয়ে গেল ভারত-রাশিয়ার বার্ষিক সম্মেলন। জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে।
গত কুড়ি বছরের মধ্যে এই প্রথম পিছিয়ে গেল ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন। রাজনৈতিক শিবিরে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বয়ের ক্ষেত্রে নয়াদিল্লির কোয়াড নির্ভরতা নিয়ে প্রকাশ্যেই বিরোধিতা জানিয়েছিল মস্কো। প্রশ্ন উঠছে, আমেরিকার প্রতি ভারতের কৌশলগত নির্ভরতার জবাব হিসাবেই, মস্কো বার্ষিক সম্মেলন পিছিয়ে দিল কি না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অবশ্য এর মধ্যে কূটনৈতিক মন কষাকষির তত্ত্বকে উড়িয়ে গিয়ে বিবৃতি দিয়ে বলেছেন, কোভিড অতিমারির কারণে ২০২০ সালের ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের আয়োজন করা গেল না।