Wind and Solar Power | পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে বিরাট সাফল্য! বিকল্প বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থান পেলো ভারত!
Wednesday, April 9 2025, 9:14 am
Key Highlights২০২৪ সালে সৌর ও বায়ু শক্তিকে ব্যবহার করে ভারতের উৎপাদিত বিকল্প বিদ্যুৎ গোটা বিশ্বের মোট উৎপাদনের ১০ শতাংশ।
সাফল্যের পালক ভারতের মুকুটে। প্রকাশ হয়েছে গ্লোবাল এনার্জি থিঙ্ক ট্যাঙ্ক এম্বারের গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্টের ষষ্ঠ সংস্করণ। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে সৌর ও বায়ু শক্তিকে ব্যবহার করে ভারতের উৎপাদিত বিকল্প বিদ্যুৎ গোটা বিশ্বের মোট উৎপাদনের ১০ শতাংশ। অর্থাৎ বিকল্প বিদ্যুৎ উৎপাদনে ভারত হয়ে উঠল বিশ্বের তৃতীয় শক্তিশালী জেনারেটর। কার্বন নিঃসরণ কমিয়ে ২০২৪ সালে গোটা বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুতের ২২ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করেছে ভারত। এর মধ্যে জলবিদ্যুৎ ৮ শতাংশ। ১০ শতাংশ বায়ু ও সৌরশক্তির মাধ্যম।
- Related topics -
- দেশ
- ভারত
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য
- বিদ্যুৎ
- বিদ্যুৎ বন্টন
- বিদ্যুৎ প্রকল্প
- পরিবেশ রক্ষা
- পরিবেশ সুরক্ষা
- পরিবেশ বান্ধব
- পরিবেশ

