Retail Power Sector | দেশের বিদ্যুতের সরবরাহের দায়িত্ব নেবে বেসরকারি সংস্থা! নতুন বিদ্যুৎ বিলের খসড়া তৈরি কেন্দ্রের

সংবাদসংস্থা রয়টার্সের দাবি অনুযায়ী বিদ্যুৎ মন্ত্রক নতুন যে বিলের খসড়া প্রস্তুত করেছে সেই খসড়া অনুযায়ী, সব এলাকায় বেসরকারি সংস্থা বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।
রাজধানী দিল্লি সংলগ্ন এলাকা, ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাটের মতো রাজ্য বা কলকাতার মতো কয়েকটা বড়ো শহর ছাড়া দেশের প্রায় সর্বত্রই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে। এই সংস্থাগুলির বেশ কয়েকটি লোকসানে চলছে। ঋণের বোঝা বইতে হচ্ছে সরকারকে। সংবাদসংস্থা রয়টার্স বলছে, ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থাগুলির উপর থেকে হাত তুলে নিতে চাইছে সরকার। তাই মেট্রোসিটিগুলির মতো অন্যান্য এলাকাতেও বেসরকারি সংস্থাকে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব তুলে দিতে চাইছে সরকার। নতুন বিল আনতে চলেছে নরেন্দ্র মোদি সরকার।