India Post | শুল্কযুদ্ধের আবহে আমেরিকায় পার্সেল পাঠানোয় নিষেধাজ্ঞা জারি করলো ভারতীয় ডাক বিভাগ!

আগামী ২৫ আগস্ট থেকে আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল ভারতীয় ডাক বিভাগ।
সম্প্রতি ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। গত ৩০ জুলাই একটি নির্দেশিকা জারি করে আমেরিকা জানিয়েছে, একমাত্র ১০০ মার্কিন ডলার মূল্য পর্যন্ত উপহার সামগ্রীর ক্ষেত্রে শুল্কছাড় মিলবে। বেশি মূল্যের পার্সেল পাঠালেই দিতে হবে বাড়তি মূল্য। ইন্টারন্যাশানাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের আওতায় নতুন শুল্কনীতি জারি করেছে ট্রাম্প প্রশাসন। এরপরেই আগামী ২৫ আগস্ট থেকে আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে ভারতীয় ডাক বিভাগ।
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- পোস্ট অফিস
- ভারত