দেশসরকারের বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে বিল আনার পরিকল্পনা
বেসরকারি ক্রিপ্টোকারেন্সি বন্ধ হতে চলেছে ভারতে। আগামীকাল বাজেট পেশ। সেই বাজেট অধিবেশনে এই সম্পর্কিত বিল আনা হতে পারে বলে জানা গিয়েছে। যার নাম হতে পারে অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০২১। সূত্রের খবর, চালু করা হতে পারে সরকারের নিজস্ব ডিজিটাল কারেন্সি। এই ডিজিটাল কারেন্সি চালু করার কথা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। তার নাম হবে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। গত ২৫ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ভার্চুয়াল মুদ্রা ব্যবহার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করার কথা ভাবছে সরকার। সারা দেশে ডিজিটাল মুদ্রা চালু করা যায় সেবিষয়ে খতিয়ে দেখছে সরকার।